কঠিন সময়ে মিডিয়ার দায়িত্বে পবন খেরাকে আনল কংগ্রেস

author-image
Harmeet
New Update
কঠিন সময়ে মিডিয়ার দায়িত্বে পবন খেরাকে আনল কংগ্রেস

নিজস্ব সংবাদদাতাঃ একদিকে শীর্ষনেতা রাহুল গান্ধীকে ইডি-র একটানা জেরা, সভানেত্রী সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে। অন্যদিকে, অগ্নিপথ নিয়ে দেশ অগ্নিগর্ভ। সামনে আবার রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিরোধী রাজনীতিতে নয়া ঢেউ। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে কংগ্রেসের নতুন জনসংযোগ বিভাগের অতি গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হল পবন খেরাকে। কংগ্রেসের মিডিয়া এবং প্রচার বিভাগের চেয়ারম্যান পদে পবন খেরাকে নিয়োগের কথা জানিয়ে টুইট করল দল। ক দিন আগে পবন খেরা রাজ্যসভায় টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে টুইট করেছিলেন। 

                    ​




তবে দারুণ কথা বলা পবনকে এমন সময় মিডিয়া সামলানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে মোদী সরকারকে চেপে ধরতে মরিয়া হাত শিবির