সোমালি বাহিনী মধ্যাঞ্চলে ব্যর্থ হামলায় ৬৭ জন আল-শাবাব সন্ত্রাসীকে হত্যা করেছে

author-image
Harmeet
New Update
সোমালি বাহিনী মধ্যাঞ্চলে ব্যর্থ হামলায় ৬৭ জন আল-শাবাব সন্ত্রাসীকে হত্যা করেছে

নিজস্ব সংবাদদাতাঃ  সোমালিয়ার গালমুদুগ রাষ্ট্রীয় বাহিনী শুক্রবার ভোরে কেন্দ্রীয় শহর বাহদোতে একটি ব্যর্থ হামলায় ৬৭ জন আল-শাবাব সন্ত্রাসীকে হত্যা করেছে এবং বেশ কয়েকজনকে আহত করেছে।




গালমুদুগ আহমেদ শায়ারের সোমালির তথ্যমন্ত্রী  বলেন, স্থানীয় বাসিন্দা ও আঞ্চলিক বাহিনী গালগদুদ অঞ্চলের শহরটিতে আল-শাবাব সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে।