আগরতলা শহরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

author-image
Harmeet
New Update
আগরতলা শহরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি -আবহাওয়া পরিবর্তনের জন্য ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অংশে ব্যাপক বৃষ্টিপাতের দরুন শহরজুড়ে বিভিন্ন দিকে আটকে পড়েছে মানুষজন।আজ সকাল থেকেই অনবরত এই বৃষ্টি কাল হয়ে উঠেছে শহরের নিত্যযাত্রীদের কাছে, স্কুল কলেজেও আটকে পড়েছে পড়ুয়ারা।কঠিন হয়ে উঠেছে রাস্তায় চলাচল করা।

আজ কিছুক্ষন আগেই সেই ব্যাপারে খোঁজ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজে গিয়ে উপস্থিত হন আগরতলার ইন্দ্রনগর স্থিত ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার সেখানে আগরতলা শহরের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন,


"আবহাওয়া দপ্তর থেকে আজ থেকে আগামী ২১জুন অবধি রাজধানী আগরতলা সহ সারা রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারী করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনিক কর্মকর্তাদের সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।আমি রাজ্যবাসীকে অত্যধিক সতর্ক হয়ে চলার অনুরোধ করছি এবং যে কোনো প্রয়োজনে স্থানীয় প্রশাসনের কাছ থেকে সহযোগীতা নেবার অনুরোধ করছি।ঈশ্বরের কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনা করছি।"