নিজস্ব সংবাদদাতাঃ মা সোনিয়া গান্ধী কোভিড আক্রান্ত। তিনি রয়েছেন হাসপাতালে। এই পরিস্থিতিতে তাঁকে সোমবার পর্যন্ত সময় দেওয়ার জন্য আর্জি জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় ইতিমধ্যেই ৩০ ঘণ্টা জেরার মুখে পড়তে হয়েছে রাহুলকে। বৃহস্পতিবার ইডির কাছে একটি দিনের বিরতি চেয়ে নিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
শুক্রবার ফের তাঁর কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হওয়ার কথা। এই পরিস্থিতিতে আরও কয়েক দিনের বিরতির আবেদন রাহুলের। দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি রয়েছেন সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধীকেও ২৩ জুন হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।