New Update
/anm-bengali/media/post_banners/oQoQUb4bLD19EhVCuPpu.jpg)
নিজস্ব সংবাদদাতা : নদীর ধারে সুন্দর দৃশ্য। এমন পরিবেশে কি সেলফি মিস করা যায়? যেমন ভাবনা, তেমন কাজ। আর নদীর ধারে সেলফি তুলতে গিয়েই ঘটলো দুর্ঘটনা। তলিয়ে মৃত্যু হল তিনজনের। মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার নিউ ভেদাঘাটের ঘটনা।
প্রথমে এক জনকে ভেসে যেতে দেখে বাকি দুজন ঝাঁপ দিয়েছিল। পরে তারাও তলিয়ে যায়। নিহতদের মধ্যে ২ জন ছাত্রী ও একজন শিক্ষক। মৃতদের নাম খুশবু সিং, রাকেশ আর্য এবং রাম সাহু।​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us