New Update
/anm-bengali/media/post_banners/QnyBrCmHq6VT3Mpd0iDx.jpg)
নিজস্ব প্রতিনিধি-আগামী ২৩ শে জুন ত্রিপুরা রাজ্যে বিধানসভার ৪ টি আসনে ভোট তার জেরেই ইতিমধ্যেই আগরতলা শহরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার শুরু হয়ে গিয়েছে।চলছে ডোর টু ডোর প্রচার, আগরতলার বড়দোয়ালী থেকে বিজেপির পক্ষে দাঁড়িয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
​
তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হওয়ার পরে তার দায়িত্ব আরও বেড়ে যায় মুখ্যমন্ত্রী পদে যোগ দেওয়ার পর, রাজ্যসভার সদস্য হওয়ার পর ওনার লড়াই এবার বিধানসাভয়। আজ তিনি আগরতলার রামনগর এলাকায় ডোর টু ডোর প্রচার করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলার পৌরসভার মেয়র দীপক মজুমদার এবং দলের অন্যান্য নেতৃত্ব বৃন্দ।নিজে টুইট করেও সে কথা জানান মুখ্যমন্ত্রী। আগামী ২৬ শে জুন ভোটের ফলাফল ঘোষণা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us