/anm-bengali/media/post_banners/WJwSlYd6wS0O4GlqsDUQ.jpg)
নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রকে অপমান করার অভিযোগ উঠলো মোদী সরকারের বিরুদ্ধে। অভিযোগ তুললেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সাংসদ সুপ্রিয়া সুলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে ডেপুটি সিএম অজিত পাওয়ারকে বক্তৃতা করতে না দেওয়ার জন্য কেন্দ্রকে নিশানা করেছে এনসিপি। সুপ্রিয়া সুলে বলেছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় ডেহুতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে অনুমতি দেয়নি। বিষয়টিকে রাজ্যের অপমান বলে অভিহিত করেছেন তিনি। এমনকি প্রবীণ এনসিপি নেতা শরদ পাওয়ার প্রধানমন্ত্রীর দফতরকে এ বিষয়ে অনুরোধ করলেও মেলেনি অনুমতি।
সুপ্রিয়ার কথায়,“দাদার (অজিত পাওয়ার) অফিস অনুরোধ করেছিল যে তাকে কথা বলার অনুমতি দেওয়া হোক কারণ তিনি ডেপুটি সিএম এবং পুনে জেলার অভিভাবক মন্ত্রী। কিন্তু পিএমও দাদাকে তার বক্তৃতা দেওয়ার অনুমতি প্রত্যাখ্যান করেছে।” প্রসঙ্গত, পুনে জেলার অভিভাবক মন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী হিসাবে, অজিত পাওয়ার লোহেগাঁও বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে তাঁর সফরে স্বাগত জানিয়েছিলেন। এরপর তাকে বক্তব্য রাখার অনুমতি না দেওয়ায় বিষয়টি নিয়ে চড়ছে পারদ। অন্যদিকে বিজেপিকে আক্রমণ এনসিপি নেত্রী বলেছেন, 'ডেহুতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিরোধী দলের নেতা দেবেন্দ্র ফড়নবিসকে বক্তৃতা করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে কথা বলতে দেওয়া হয়নি।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us