/anm-bengali/media/post_banners/Bw9zNBm7aXcraEIVIclL.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: অবৈধ বালি কারবারে ধরপাকড় অব্যাহত পশ্চিম মেদিনীপুরে। সোমবার শালবনী ব্লকের বিষ্ণুপুরের তমাল নদী থেকে অবৈধ ভাবে বালি তোলার খবর পেয়ে হানা দিল শালবনী থানার পুলিশ। বালি উত্তোলনের সময় ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টর ও জেসিবি আটক করে।
পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় রমরমিয়ে চলে বালি পাচার। মাঝে মধ্যে ভূমি দফতরের অভিযান চললেও কিছুদিন বন্ধ থাকার পর ফের চলে পাচার কারবার। এবারেও পুলিশ ও ভূমি দফতর যৌথ অভিযান চালিয়ে একাধিক খাদানের অবৈধ কারবার বন্ধ করে গাড়ি আটক ও গ্রেপ্তার করেছে বেশ কয়েকজনকে। বিভিন্ন রাস্তায় চলছে পুলিশের নাকা চেকিং। এদিন শালবনীর তমাল নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে চারটি ট্রাক্টর ও একটি জেসিবি আটক করে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পালিয়ে যান অবৈধ কারবারে যুক্ত ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দারা জানান, নদীর পাড়ে বহু কৃষি জমি রয়েছে। অবৈধ ভাবে বালি তোলায় জমি নদীগর্ভে চলে যাচ্ছে। প্রশাসনিক দফতরে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। তাদের অভিযোগ, শাসক দলের বিধায়ক ও নেতাদের মদত রয়েছে। পুলিশ গাড়ি আটক করলেও পরে ছেড়ে দেয় কোনো রকম ব্যবস্থা না নিয়ে। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, অবৈধ বালি কারবার রুখতে নিয়মিত অভিযান চলবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us