New Update
/anm-bengali/media/post_banners/7sd0Rj99jZrKiNwiPtkk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ১৮ জুন ১০০ বছরে পা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হিরাবেন মোদী। এদিকে ওই দিন গুজরাতে থাকবেন মোদী। জন্মদিনে দেখা করতে পারেন মায়ের সঙ্গে। মায়ের দীর্ঘায়ু ও স্বাস্থ্যের জন্য প্রধানমন্ত্রী মোদীর নিজ শহর ভাদনগরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। ভাদনগরের হাটকেশ্বর মহাদেব মন্দির প্রধানমন্ত্রীর মায়ের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য একটি প্রার্থনা সভার আয়োজন করেছেন প্রধানমন্ত্রীর ভাই পঙ্কজ মোদী।
​
এদিকে ১৮ জুন গুজরাটে একদিনের সফরে যাবেন মোদী। ওই দিন পাভাগড় মন্দির পরিদর্শনের পাশাপাশি ভাদোদরায় একটি সমাবেশে ভাষণও দেওয়ার কথা রয়েছে তাঁর। মোদীর আগমনের কারণে ইতিমধ্যেই সাজসাজ রব রয়েছে গোটা এলাকাতে। এদিকে বর্তমানে গান্ধীনগরে মোদীর ভাই পঙ্কজ মোদীর সঙ্গে থাকেন হিরাবেন মোদী। ভাদোদরার সমাবেশ শেষে সরাসরি সেখানে যেতে পারেন প্রধানমন্ত্রী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us