রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৩০

author-image
Harmeet
New Update
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৩০

নিজস্ব সংবাদদাতাঃ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। লাফিয়ে বাড়ছে কলকাতার সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় কলকাতার করোনা আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করল। এদিকে পজিটিভিটি রেটও বাড়ছে হুড়মুড়িয়ে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ২৩০ জন। এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ১০৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে সেঞ্চুরি না করলেও দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় কোভিড আক্রান্তের সংখ্যা ৬৮ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা (১৩)। এছাড়া হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায় করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সূত্রের খবর, রাজ্যের দৈনিক সংক্রমণের হার প্রায় ৩ শতাংশ।

       

রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ২০ হাজার ৭৭৪ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। তবে এদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০৭ জন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৫৮ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৮ হাজার ৫৩০ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯০ শতাংশ।