রাষ্ট্রপতির পদে মমতার পছন্দের মুখ ফারুক আবদুল্লা, গোপালকৃষ্ণ গান্ধী

author-image
Harmeet
New Update
রাষ্ট্রপতির পদে মমতার পছন্দের মুখ ফারুক আবদুল্লা, গোপালকৃষ্ণ গান্ধী

নিজস্ব সংবাদদাতাঃ বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে? সে নিয়ে বুধবার দিল্লির কন্সটিটিউশন ক্লাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দেয় ১৬টি রাজনৈতিক দল। এদিনের বৈঠকে কার কার নাম প্রস্তাব করলেন মমতা জানেন? 



সূত্রের খবর, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ফারুক আবদুল্লার নাম প্রস্তাব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে গোপালকৃষ্ণ গান্ধীর নামও প্রস্তাব করেছেন তিনি বলে খবর। এদিন মমতা বলেন, 'সব বিরোধী দল একসঙ্গে বসে করেছে। এই বৈঠকের সভাপতিত্ব করেছেন এনসিপি নেতা শরদ পাওয়ার। সব দল তাঁদের বক্তব্য পেশ করেছে। আমরা এমন এক প্রার্থী চাই যিনি দেশের সংবিধান রক্ষা করবেন।'