New Update
/anm-bengali/media/post_banners/aLA2j8jauR8pRAvZcy82.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতের জয়ের হ্যাট্রিকের রাতেও সুনীল ছেত্রীর অবসর নিয়ে জল্পনা। এদিনের ম্যাচেও তিনি গোল করেছেন। সাংবাদিক সম্মেলনে সুনীলের সামনে তুলে ধরা হয়েছিল অবসর প্রসঙ্গ। সেই সঙ্গে প্রশ্ন ছিল, ভারতীয় ফুটবল এগোচ্ছে কি না।
​
জবাবে তিনি বলেছেন, ' ভারতীয় ফুটবল অবশ্যই এগোচ্ছে। যতদিন সম্ভব হবে ফুটবল খেলে যাবো। অবসর নিয়ে ভাবি না। যখন শরীর দেবে না, তখন মাঠ ছেড়ে দেবো। আমি থাকি বা না থাকি এশিয়ান কাপে ভারতকে খেলতে দেখা যাবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us