New Update
/anm-bengali/media/post_banners/XfvIogRJYeSakAYF2RkA.jpg)
নিজস্ব সংবাদদাতা: এক ম্যাচে হল সাত গোল। বরুসিয়া পার্কে মুখোমুখি হয়েছিল জার্মানি এবং ইতালি। সম্প্রতি ইতালির ফর্ম বলার মতো নয়। তাঁদের বিরুদ্ধে পাঁচ গোল দেগেছে জার্মানি। ইতালিও পাল্টা দিয়েছিল।
​
উইলফ্রেদ এবং আলেসান্দ্রো গোল করেছেন ইতালির হয়ে। জার্মানির হয়ে গোলগুলি করেছেন- হসুয়া কিমিচ, থমাস মুলার, টিমো ওয়ের্নার এবং গুন্দগান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us