New Update
/anm-bengali/media/post_banners/kvxp3J35U1a6DTI6Xipb.jpg)
নিজস্ব সংবাদদাতা: তিন ম্যাচের তিনটেই জয়। হংকংকে ছাড় গোলে উড়িয়ে দিয়েছে ভারত। ম্যাচ শেষে বিস্ফোরক কোচ ইগর স্তিমাচ। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, 'ভারতীয় ফুটবল এখনও দশ বছর পিছিয়ে রয়েছে। আমার অনেক পরিকল্পনা রয়েছে।'
​
তিনি আরও বলেছেন, ' অনেক ঝুঁকি নিতে ভারতে এসেছিলাম। একটা দলকে নতুন করে গড়ে তোলা অনেক কঠিন কাজ। তার থেকে চেলসি, আর্সেনালে কোচিং করানো সহজ।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us