নিস্তার নেই রাহুল গান্ধীর, ন্যাশনল হেরল্ড মামলায় আজও তলব ইডির

author-image
Harmeet
New Update
নিস্তার নেই রাহুল গান্ধীর, ন্যাশনল হেরল্ড মামলায় আজও তলব ইডির

নিজস্ব সংবাদদাতাঃ ন্যাশনল হেরল্ড মামলায় নিস্তার নেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। সূত্রের খবর আজ, বুধবারও তাঁকে হাজিরার জন্য ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে। সোমবারের পর মঙ্গলবারও ওয়াইনাডের কংগ্রেস সাংসদকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি সূত্রে দাবি করা হয়েছে, পরপর দুদিন রাহুলকে জিজ্ঞাসাবাদ করে এই মামলায় তারা সন্তুষ্ট হতে পারেননি। তাই আজ, বুধবার ফের তলব করা হয়েছে।
     


রাহুল যদি আজ ফের হাজিরা দেন, সেক্ষেত্রে দিল্লির রাজপথ উত্তাল হওয়ার আশঙ্কা থাকছে। সেই মতো আগাম প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশ।