নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। দক্ষিণবঙ্গে অবশেষে নামল বৃষ্টি। ভিজবে কলকাতাও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি নামবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতায় বুধবার সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সন্ধ্যা থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নেমেছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে হাওয়ারও প্রবল দাপট ছিল। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গবাসীর অবস্থা নাজেহাল হয়ে উঠেছিল। আবহাওয়াবিদরা বলছেন, এটি প্রাক বর্ষার বৃষ্টি। ১৬ জুন কলকাতায় বর্ষার প্রবেশের সময়। সেক্ষেত্রে এটিকে প্রাক বর্ষার বৃষ্টি বলাই যেতে পারে।