অবশেষে উদ্ধার হল ১০ বছরের রাহুল সাউ, ট্যুইট ভূপেশ বাঘেলের

author-image
Harmeet
New Update
অবশেষে উদ্ধার হল ১০ বছরের রাহুল সাউ, ট্যুইট ভূপেশ বাঘেলের

নিজস্ব সংবাদদাতাঃ টানা ১০০ ঘণ্টারও বেশি সময়ের প্রচেষ্টার পর অবশেষে বোরওয়েল থেকে উদ্ধার করা সম্ভব হল ১০ বছরের রাহুল সাউকে। ছত্তিশগড়ের জাঞ্জগীর-চাম্পা জেলার পিহরিদ গ্রামের একটি বোরওয়েলে পড়ে যায় সে। উদ্ধারকারীদের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে উদ্ধার করা সম্ভব হল তাকে। আপাতত তার অবস্থা স্থিতিশীল।




এই বিষয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করেছেন, "সকলের প্রার্থনা এবং উদ্ধারকারী দলের নিরলস, নিবেদিত প্রচেষ্টায়, রাহুল সাহুকে নিরাপদে বের করে আনা হয়েছে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এটাই আমাদের কামনা।"