New Update
/anm-bengali/media/post_banners/DiciWyLpyCNu9tHxHe2O.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ একদিকে যখন সকলে দলাই লামার জন্মদিন নিয়ে মত্ত, ঠিক তখনই চুপিসারে লাদাখে প্রবেশ করল চিন সৈন্যরা। জানা গিয়েছে, লাদাখের ডেমচুক অঞ্চলে সিন্দু নদীর ওপারে চিন সৈন্য এবং কিছু সিভিলিয়ান উপস্থিত হয় । ভারতীয় গ্রামবাসীরা যখন দলাই লামার জন্মদিন উদযাপন করছিল তখন তারা প্রতিবাদে ব্যানার এবং চিনা পতাকা প্রদর্শন করে। ঘটনাটি ঘটেছে ৬ জুলাই। বেশ কয়েকজন চিন সেনা ও চিন নাগরিক পাঁচটি গাড়িতে করে আসে এবং গ্রাম কমিউনিটি সেন্টারের কাছে ব্যানার উত্তোলন করে যেখানে দলাই লামার জন্মদিন উদযাপন করা হচ্ছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us