New Update
/anm-bengali/media/post_banners/gRzO5R1sbAYMLXAyWTFv.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ এবার সিবিআই তদন্তে আশাহত হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে দুর্নীতির মূলে যেতে একাধিক সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি। যদিও তদন্ত এগোচ্ছে না বএ মত প্রকাশ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তিনি বলেন, 'আমি ক্লান্ত। নভেম্বর মাসে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিই। ডজন খানেক সিবিআই। শেষে নোবেল প্রাইজের মতো হবে। মনে হচ্ছে সিবিআইয়ের থেকে সিট ভালো। টানেলের শেষে কোনো লাইট দেখতে পাচ্ছি না। নভেম্বর মাসের পর থেকে কিছুই করতে পারেনি সিবিআই। কাকে তদন্ত করতে বলব, এভাবে চলতে পারে না।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us