New Update
/anm-bengali/media/post_banners/DIFmfqlz2zFpSX11Vhuo.jpg)
নিজস্ব সংবাদদাতা: গোল করলেন লুকা মদ্রিচ। হারল ফ্রান্স, জিতল ক্রোয়েশিয়া। উয়েফা নেশনস লিগের ম্যাচে ফরাসিদের এক গোলে হারিয়েছেন ক্রোটরা। ম্যাচের ৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন লুকা মদ্রিচ।
​
ফ্রান্সের কাছে গোল করার একাধিক সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি করিম বেঞ্জেমা, কিলিয়ান এম্বাপ্পেরা। ফলে ম্যাচ হাতছাড়া হয় ফ্রান্সের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us