শ্রীনগরে খতম লস্কর ই তৈবার ২ জঙ্গি

author-image
Harmeet
New Update
শ্রীনগরে খতম লস্কর ই তৈবার ২ জঙ্গি

নিজস্ব সংবাদদাতাঃ শ্রীনগরের বেমিনা এলাকায় লস্কর ই তৈবার  দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী । ঘটনায় জখম হয়েছেন এক পুলিশকর্মী।কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়, এটা সেই গ্রুপ, যারা সোপোর এনকাউন্টারের সময় পালিয়েছিল।




তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। এই এনকাউন্টারকে 'বিশাল সাফল্য' হিসেবে ব্যাখ্যা করেছে পুলিশ কর্তৃপক্ষ।