নিজাম প্যালেস থেকে বেরিয়েই ছুট প্রাইমারি বোর্ড সভাপতির

author-image
Harmeet
New Update
নিজাম প্যালেস থেকে বেরিয়েই ছুট প্রাইমারি বোর্ড সভাপতির

নিজস্ব সংবাদদাতাঃ আদালতের নির্দেশ মতো সোমবার বিকেলে নিজাম প্য়ালেসে সিবিআইয়ের মুখোমুখি হলেন প্রাইমারি বোর্ডের প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য। হাজিরা দেন প্রাইমারি বোর্ডের সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচিও। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে নিজাম প্যালেসে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যদিও বেরোনোর সময় সংবাদমাধ্যমকে পুরোপুরি এড়িয়ে গেলেন তাঁরা। রাত পৌনে ন’টা নাগাদ যখন তাঁরা নিজাম প্যালেস থেকে বেরোন, তখন কোনও কথা না বলে রীতিমতো দৌড়ে দৌড়ে বেরিয়ে যান মানিক ভট্টাচার্য। রত্না চক্রবর্তী বাগচিকে প্রশ্ন করা হলে তাঁর সংক্ষিপ্ত জবাব, “বোর্ডে গিয়ে জিজ্ঞাসা করুন।”

                                

মানিক বাবু আবার কিছুই বলতে চান না। মানিক ভট্টাচার্যের সঙ্গী তাঁকে নিয়ে বিপজ্জনক ভাবে ছুটতে থাকেন। নিজাম প্যালেস থেকে বেরিয়ে রাস্তায় এসে এক ট্রাফিক সার্জেন্টকে বলেন, “হেল্প মি। পুলিশি নিরাপত্তা দিন। বাড়ি যাব।” ট্রাফিক সার্জেন্টকে এই কথা বলার পরও, আর অপেক্ষা করেননি তিনি। ছুটতে শুরু করেন রাস্তায়। পরে একটি গাড়িতে উঠে চলে যান নিজের গন্তব্যে।