নিজস্ব সংবাদদাতা : সোমবার সকাল দুর্নীতির মামলায় রাহুল গান্ধীকে ইডির তলবকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য থেকে জাতীয় রাজনীতি। দফায় দফায় দেশ ব্যাপী বিক্ষোভের ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা। রুট মার্চ করে পায়ে হেটে কংগ্রেসের সদর দফতর থেকে ইডির অফিসে পৌঁছোন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দু দফায় তিন ঘণ্টা ধরে দুর্নীতি মামলায় তাকে জেরা করে ইডি আধিকারিকরা। লাঞ্চ ব্রেকের জন্য আপাততো ইডি অফিসের বাইরে বেরিয়েছেন রাহুল। তবে তৃতীয় দফায় ফের তাকে জেরা করার প্রস্তুতি নিচ্ছে ইডি আধিকারিকরা। রাহুলকে মোট ৫৫টি প্রশ্ন করা হবে বলে জানা যাচ্ছে।
এরই মাঝে দিদি প্রিয়াঙ্কাকে নিয়ে মাকে দেখতে রাহুল পৌঁছে যান স্যার গঙ্গা রাম হাসপাতালে। সেখানে ভর্তি রয়েছেন কোভিড পজিটিভ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।