New Update
/anm-bengali/media/post_banners/kHyiK3A7aMMB6uqP0JDW.jpg)
হরি ঘোষঃ ভোট-পরবর্তী হিংসা মামলায় বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক হিমাদ্রি কুমার আড়িকে তলব করে সিবিআই ৷ সেইমত, সোমবার সকালে দুর্গাপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিতে আসেন তিনি৷ তবে, সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক৷ সাংবাদিকদের এড়িয়ে সিবিআই ক্যাম্পের ভিতরে চলে যান তিনি ৷ সোমবার সকাল ৮ টা বেজে ৫৫ মিনিটে তিনি সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে আসেন ৷ প্রসঙ্গত, ভোট-পরবর্তী হিংসায় অনুব্রত মণ্ডলের কল লিস্ট ধরে ব্যবসায়ী হোক বা তৃণমূল নেতা বা চিকিৎসক, সকলকেই তলব করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us