এলআইসিতে নিয়োগ

author-image
Harmeet
New Update
এলআইসিতে নিয়োগ

নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নয়া দিল্লি এলআইসিতে চলছে নিয়োগ। নিয়োগ করা হবে পার্টটাইম বীমা উপদেষ্টা হিসাবে। মোট শূন্যপদ ১০০ টি। উচ্চমাধ্যমিক পাসের সঙ্গে মার্কেটিং বা সেলস মার্কেটিংয়ে জ্ঞান থাকলে চাকরির জন্য আবেদন করা যাবে।


বয়স- বয়সের কোনও সীমা নির্ধারণ নেই। যেকোনো বয়সের ব্যক্তি চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বেতন- ৭,০০০ – ২০,০০০ টাকা।

অনলাইনে আবেদন করুন (https://www.ncs.gov.in/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=yQ%2B%2FWG9jIUE%3D&RowId=yQ%2B%2FWG9jIUE%3D&OJ=7k4L7QQ5IOM%3D)। আবেদনের শেষ তারিখ ০৭.০৯.২০২২।