কেমন যাবে তুলা ও মীন রাশির আজকের দিন

author-image
Harmeet
New Update
কেমন যাবে তুলা ও মীন রাশির আজকের দিন

নিজস্ব সংবাদদাতাঃ জ্যোতিষ শাস্ত্র মতে ভাগ্য পরিবর্তন হয় রাশিফল অনুযায়ী। সেই মত তুলা ও মীন রাশির জাতকদের আজ অর্থাৎ সোমবার কেমন দিন কাটবে জানুন-



তুলা রাশি- তুলা রাশির জাতকদের আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। কর্মস্থলে ঝামেলার সম্মুখীন হতে পারেন। তবে নিজ বুদ্ধির দ্বারা তা কাটিয়ে উঠতেও পারবেন। কোনও অতি প্রয়োজনীয় বস্তু খোয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মীন রাশি News in Bengali, Latest মীন রাশি Bangla Khobor, photos, videos |  Zee News Bangla

মীন রাশি- আজকের দিনটি মীন রাশির জাতকদের জন্য বেশ শুভ। কর্মক্ষেত্রে সাফল্য লাভ। শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ধর্মীয় স্থান দর্শন করে আসতে পারেন।