ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো বিপুল অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

author-image
Harmeet
New Update
ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো বিপুল অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো অস্ত্রের একটি ডিপো ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রুশ সেনারা ডনেস্ক ও খারকিভের কাছে ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী মাইকোলাইভ অঞ্চলে দুটি মিগ-২৯ এবং খারকিভ অঞ্চলে একটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পুতিনের নির্দেশে বিশেষ সামরিক অভিযানে নেমেছে রুশ বাহিনী। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিনসহ ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো।