নিজস্ব সংবাদদাতাঃ করোনা আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, রবিবার কোভিড সংক্রান্ত শারীরিক সমস্যার কারণে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে কংগ্রেস সভানেত্রীকে। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল এবং তাঁকে ডাক্তারের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোনিয়া গান্ধীর সুস্থতা কামনা করে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "এইমাত্র জেনেছি যে কংগ্রেসের প্রবীণ নেত্রী মিসেস সোনিয়া গান্ধী কোভিডের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করি এবং তিনি দ্রুত জনজীবনে ফিরে আসুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন সোনিয়াজি। শুভেচ্ছা।"