মানুষরূপী ভূত উদ্ধার

author-image
Harmeet
New Update
মানুষরূপী ভূত উদ্ধার
সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়িঃ মানুষ রুপি জ্যান্ত ভূত উদ্ধার জলপাইগুড়িতে । ঘটনা জলপাইগুড়ি জেলার পর্যটন কেন্দ্র লাটাগুড়িতে। পাশেই রয়েছে গরুমারা জাতীয় উদ্যান। পাস থেকে চলে গেছে ৩১ নম্বর জাতীয় সড়ক । প্রায় সময়ই ভূতের গল্প অনেক পর্যটকের মুখে শোনা যেত যে জঙ্গলে ভূত, পেত্নী আছে এই রাস্তায়। আর সেই ভূত সরাসরি গাড়ির সামনে এসে বলতো, 'আমি আত্মা। আমি ভূত।' পরনে সাদা শাড়ি ও উদ্দেশ্য জানা যায়নি। আর গভীর জঙ্গলে এই দৃশ্য দেখে কে না ভয় পাবে । কিন্তু রবিবার রাতে যখন জলপাইগুড়ি শহরের এক দম্পতি ওই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় রাস্তা পেরোনোর সময় আবার দেখা দেয় সেই ভূত। ব্যাস সাহস করে গাড়ি থামিয়ে ভূত-পেত্নীরূপি মহিলাকে হাতে নাতে ধরে ফেলে সেই দম্পতি। ধিরে ধিরে বহু গাড়ি দাঁড়িয়ে যায় গভীর জঙ্গলে।  জড়ো হয় লোকের সমাগম । খবর পেয়ে ঘটনাস্থলে  ছুটে আসে পুলিশ । জিজ্ঞাসা বাদের জন্য পুলিশ সেই মহিলাকে থানায় নিয়ে যায় ।