New Update
/anm-bengali/media/post_banners/AFEwjsm8Sm2OaHfKabeJ.jpg)
নিজস্ব প্রতিনিধি:২১ মে পঞ্জাবের পঠানকোটের এক ব্যবসায়ী অভিযোগ করেন, তাঁর এটিএম এর পিন ফোন মারফৎ জেনে অ্যাকাউন্ট থেকে ২৩ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে মালদার এক যুবকের নাম। মালদার বামনগোলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পাঞ্জাব পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় শুভঙ্কর ধর(২৩) নামের অভিযুক্ত যুবককে। আদালতে পেশের পর ধৃত যুবককে ৭ দিনের ট্রানজিট রিমান্ডে পঞ্জাবে নিয়ে গেছে সেরাজ্যের পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us