নুপুর শর্মার মন্তব্যের বিরোধিতায় সোচ্চার রানীগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়

author-image
Harmeet
New Update
নুপুর শর্মার মন্তব্যের বিরোধিতায় সোচ্চার রানীগঞ্জের  সংখ্যালঘু সম্প্রদায়

হরি ঘোষ, রানীগঞ্জঃ শুক্রবার রানীগঞ্জের 91 নম্বর ওয়ার্ডের গির্জা পাড়ার বেশ কয়েকটি গলি মহল্লা থেকে অসংখ্য মুসলিম সম্প্রদায় ভুক্ত মানুষজন বিজেপির প্রবক্তা তথা বিজেপি নেত্রী ও বিচারপতি নুপুর শর্মার করা কটু মন্তব্যের বিরোধিতায় সোচ্চার হলেন। এদিন মুসলিমদের পয়গম্বর হযরত মুহাম্মদ এর প্রতি গত কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নুপুর শর্মা কুরুচিকর মন্তব্য পোস্ট করেন, তারপরই তাকে বিজেপির প্রবক্তা পদ থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার বিভিন্ন অংশের সাথে খনি শহর রানীগঞ্জে নুপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলো মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজনের। তারা এ দাবি করেন অসভ্য ভাষা তাদের পয়গম্বর হযরত মুহাম্মদ কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। যা কখনই মেনে নেওয়া যায় না। তাই অবিলম্বে ওই মহিলার কঠিন শাস্তি দেওয়া হোক বলে দাবি করে তারা বিক্ষোভ দেখাতে থাকে। এদিন তারা খনি শহরের বিভিন্ন অংশে পরিক্রমা করে নুপুর শর্মা শাস্তির দাবী জানাই।