অনুব্রত ঘনিষ্ঠ বলেই তলব! সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা তৃণমূল নেতা জটিল মন্ডলের

author-image
Harmeet
New Update
অনুব্রত ঘনিষ্ঠ বলেই তলব! সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা তৃণমূল নেতা জটিল মন্ডলের

হরি ঘোষ, দুর্গাপুরঃ শুক্রবার সকাল পৌনে দশটায় দুর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে আসেন বীরভূমের ময়ূরেশ্বর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি জটিল মন্ডল। জেরা শেষে দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে বেড়িয়ে আসেন তৃণমূলের এই নেতা। মূলত অনুব্রত মন্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত এই তৃণমূল নেতা, ভোটের পর কেন অনুব্রত মন্ডলকে ফোন করেছিলেন তা নিয়েই সিবিআই কর্তারা এইদিন জেরা করেন জটিল মন্ডলকে।

                          

 ২রা মে ও ৮ই মে পরপর দুই দিন অনুব্রত মন্ডলকে ফোন করেছিলেন ময়ূরেশ্বর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি জটিল মন্ডল। তৃণমূল নেতার অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিজেপি ভয় দেখাচ্ছে ও হেনস্থা করছে। তৃণমূল নেতার অভিযোগ ভিত্তিহীন পাল্টা দাবী বিজেপির। দোষ না থাকলে ছাড় পাবে তৃণমূল নেতারা, এতে ভয় কিসের? প্রশ্ন বিজেপি নেতৃত্বের।