নিজস্ব সংবাদদাতা : বিদ্বেষ বার্তা ও ঘৃণা ছড়ানোর অভিযোগে মিম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে যে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ তাতে অপরাধের কোনো উল্লেখ নেই বলে মন্তব্য করলেন আসাদুদ্দিন ওয়াইসি স্বয়ং। বৃহস্পতিবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে পুলিশের এই পদক্ষেপে তিনি ভয় পাচ্ছেন না। তিনি একাধিক টুইট বার্তায় বলেছেন,"আমি এফআইআর-এর একটি উদ্ধৃতি পেয়েছি। এটিই প্রথম এফআইআর যা আমি দেখেছি যে অপরাধটি কী তা নির্দিষ্ট করে না। এমন একটি খুনের বিষয়ে একটি এফআইআর কল্পনা করুন যেখানে পুলিশ অস্ত্র উল্লেখ করে না বা নিহত ব্যক্তিকে রক্তাক্ত করে। আমি জানি না আমার কোন নির্দিষ্ট মন্তব্য এফআইআরকে আকৃষ্ট করেছে।”হায়দরাবাদের সাংসদ বলেছেন যে তিনি তার আইনজীবীদের সাথে পরামর্শ করবেন এবং যখন প্রয়োজন হবে তখন বিষয়টি মোকাবিলা করবেন।