পাকিস্তানের করাচিতে হিন্দু মন্দিরে ভাঙচুর, আতঙ্কে সংখ্যালঘুরা

author-image
Harmeet
New Update
পাকিস্তানের করাচিতে হিন্দু মন্দিরে ভাঙচুর, আতঙ্কে সংখ্যালঘুরা

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের করাচিতে একটি হিন্দু মন্দিরে ভাঙচুর করা হয়েছে। যা পাকিস্তানে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে। জানা গিয়েছে, বুধবার করাচি শহরের কোরাঙ্গি এলাকার শ্রী মারি মাতা মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে মন্দির ঘিরে ফেলে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ওই এলাকার বাসিন্দা সঞ্জীব বলেন, মোটর সাইকেলে করে ছয় থেকে আটজন লোক এসে মন্দিরে হামলা চালায়। কে বা কারা হামলা করেছে তা আমরা জানি না।" কোরাঙ্গির এসএইচও ফারুক সানজরানি জানিয়েছেন যে পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত সন্দেহভাজন মন্দিরে প্রবেশ করে এবং ভাঙচুর করে পালিয়ে যায়। তিনি আরও জানান, হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।