হরি ঘোষ, দুর্গাপুরঃ আমি পুলকিত, উচ্ছ্বসিত, এই পূর্ণ ভূমিতে এসে যেখানে মহামানবদের অবাধ বিচরণ ক্ষেত্র। দুর্গাপুরের সিবিআই দফতরে হাজিরা দিতে এসে এমনই প্রতিক্রিয়া দিলেন, স্বাস্থ্য দফতরের বিশেষ কমিটির সদস্য, চিকিৎসক অভিজিৎ চৌধুরী। বুধবার সকাল ১১টা নাগাদ দুর্গাপুর এন.আই.টি-র অস্থায়ী সিবিআই দফতরে আসেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী। দুপুর ১টা নাগাদ সিবিআই জেরা শেষে বেড়িয়ে আসেন বিশিষ্ট এই চিকিৎসক। আর বাইরে বেড়িয়ে এসে তিনি বলেন, "সিবিআই কর্তাদের ডাকাতে আমি উচ্ছ্বসিত, পুলকিত, কারণ এই বিচরণ ক্ষেত্রে তো মহামানবদের অবাধ বিচরণ বারবার ডাক আসে তাদের। আর সেখানে আমাকে স্রেফ কোনো এক রাজনৈতিক নেতার সাথে কথাপকোথনের জন্য সিবিআই ডেকে পাঠালো।" কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সবরকম সহযোগিতা করবেন এই আশ্বাস দিয়ে চিকিৎসক অভিজিৎ চৌধুরী জানান, আমি শ্মশানের ডোম থেকে উপর মহলের কর্তা সবার সাথে যোগাযোগ রাখি চিকিৎসার জন্য। আজ তাকে ডাকা হলো সিবিআই জেরার জন্য এতে তার সুনামে আঘাত তো আসবেই। বেশ কয়েক দিন ধরে দুর্গাপুরের সিবিআই অস্থায়ী দফতরে হাজিরা দিতে আসছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, সূত্রের খবর আরো বেশ কয়েকজনকে জেরা করবে সিবিআই কর্তারা। সবাই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ। ভোট পরবর্তী হিংসায় সিবিআই এই জেরা করছে বলে সূত্র মাফিক জানা গেছে। মূলত অনুব্রত মন্ডলকে যারা একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর ফোন করেছিলেন, সেই ফোন কল লিস্টের তালিকা ধরে সিবিআই সবাইকে ডাকছে বলে জানা গেছে।