New Update
/anm-bengali/media/post_banners/1vUjKPowSRzBJV2GeMrO.jpg)
নিউজ ডেস্কঃতমলুক-পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের আমলহান্ডা গ্রাম পঞ্চায়েতের রাক্সাচক গ্রামে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করে অর্থ সংগ্রহ করলেন বামফ্রন্টের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুজন চক্রবর্তী। এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন তিনি।সুজন চক্রবর্তীকে কাছে পেয়ে অনেকেই এগিয়ে এসে হাত মিলিয়েছেন,কেউ বা তাঁর সঙ্গে সেল্ফি তুলেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us