গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু

author-image
Harmeet
New Update
গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু

নিজস্ব সংবাদদাতাঃ ৮ মাস পর ফের গ্রেফতার কসবার ত্রাস সোনা পাপ্পু। তার বিরুদ্ধে তোলাবাজি, অশান্তি-সহ একাধিক অভিযোগ রয়েছে। গতকাল বালিগঞ্জ এলাকা থেকে সোনা পাপ্পুকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা। পুলিশ সূত্রে খবর, এর আগে গতবছরের ৯ সেপ্টেম্বর কসবার আরেক দুষ্কৃতী মুন্না পাণ্ডে জেল থেকে ছাড়া পাওয়ার পর, তাকে খুনের ছক কষে সোনা পাপ্পু। প্রেসিডেন্সি জেলের বাইরেই ২৬ জনের গ্যাং নিয়ে প্রতিপক্ষকে খুনের ছক কষে ওই দুষ্কৃতী। যদিও সেই হামলার ছক বানচাল হয়। ওই ঘটনায় ২০২১-এর ২৩ সেপ্টেম্বর, কৈখালির এক আবাসন থেকে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু গ্রেফতার হয়।