New Update
/anm-bengali/media/post_banners/hGaiO1sQUTgKYYRTzIbe.jpg)
​রাহুল পাসওয়ান, আসানসোল : অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কয়েকদফা দাবি নিয়ে অভুক্ত অবস্থান বিক্ষোভ করা হচ্ছে আসানসোল সাত নম্বর প্ল্যাটফর্মে। তাদের মূল দাবি, এনডিএ আগের মত চালু করতে হবে, এছড়াও আরও কয়েক দফা দাবি রয়েছে। দাবি পূরণের লক্ষ্যে অভুক্ত অবস্থায় কাজে যোগ দেবেন বলে জানান মুকেশ কুমার নামে এক বিক্ষোভকারী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us