নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরি পন্ডিতদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি সরকার। রবিবার একথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এনিয়ে প্রচুর বৈঠক সমাবেশ আলাপ আলোচনা হয়েছে। সবাই এখন এনিয়ে আগামী পরিকল্পনা জানতে চায়। আপ নেতা এদিন বলেন, “এ কাজে বিজেপি সরকার ব্যর্থ। তাদের কোনও পরিকল্পনা নেই। যখন উপত্যকায় কোনও হত্যালীলা চলে তখনই ঝাঁপিয়ে পড়ে উচ্চপর্যায়ের বৈঠক ডেকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনেক বৈঠক হয়েছে, এবার আমরা তার বাস্তবায়ন চাই। কাশ্মীর এবার সরকারি কাজ দেখতে চায়।” জম্মু ও কাশ্মীরে একের পর এক ঘটে চলা হত্যালীলার প্রতিবাদ এদিন যন্তরমন্তরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল আম আদমি পার্টি। সেই সমাবেশেই একথা বলেন অরবিন্দ কেজরিওয়াল। উপত্যকায় সাম্প্রতিক হত্যালীলার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হতে চাইছেন কাশ্মীরি পণ্ডিতরা। তবে জম্মু ও কাশ্মীর প্রশাসন সেই প্রতিবাদ সভার অনুমতি দিচ্ছে না। এমনই অভিযোগ করেছেন কেজরিওয়াল।