বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করলেন তৃণমূল কর্মীরা

author-image
Harmeet
New Update
বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করলেন তৃণমূল কর্মীরা


নিজস্ব সংবাদদাতা, লাউদোহা:
-৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বব্যাপী। এদিন রাজনৈতিক দলগুলি থেকে স্বেচ্ছাসেবী সংস্থা সকলেই এই দিবসটি পালন পড়ছে নানানভাবে। পান্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ও তাদের সঙ্গে এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা একসঙ্গে বিশ্ব পরিবেশ দিবসকে সাক্ষী রেখে প্রায় ২০০টিরও বেশি চারা গাছ রোপন করল।

এদিন দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ মাধাইপুর কোলিয়ারির তৃণমূল কার্যালয়ের সামনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারা গাছ রোপন করলেন। তিনি বলেন, 'চারাগাছ শুধু লাগালেই চলবে না সে গুলির রক্ষণাবেক্ষণ অত্যাবশ্যক।' এদিন চারা গাছ রোপনের সঙ্গে সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, 'আগামী দিনে গোগলা এলাকায় গাছে পরিপূর্ণ করে দেওয়া হবে। কেননা গাছই আমাদের প্রাণ। গাছ না থাকলে পৃথিবীতে কোনো জীব বাঁচবে না। আর যেভাবে দিনে দিনে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তার প্রধান কারণ হল দ্রুত কমে যাচ্ছে গাছপালা। তাই আমাদের উচিত যত বেশি সম্ভব গাছ লাগানো এবং সেগুলির প্রতি যত্ন নিয়ে তাদের বড় করে তোলা ।গাছ বাঁচলে মানুষ বাঁচবে, বাঁচবে জীবকূল।'