New Update
/anm-bengali/media/post_banners/r0QOKRj1OL9rrbeo8B1F.jpg)
হরি ঘোষ, রানীগঞ্জ: শনিবার ঝড়-বৃষ্টির ফলে ভেঙে পড়ল আশ্রম-এর একাংশ।রানীগঞ্জের এগারা গ্রাম পঞ্চায়েতের নারায়ণ কুড়িগ্রামের দামোদর নদের তীরে অবস্থিত মথুরা চন্ডী ঘুমা নন্দ কৃষ্ণ কুঞ্জ আশ্রমের একাংশ ভেঙে পড়েছে। এই ঘটনায় ওই আশ্রমের দুই আবাসিক ছাত্র আহত হয়েছে। এদিন আশ্রম এ থাকা আরও সকল সদস্যরা এই দুর্যোগের সময় একই জায়গায় উপস্থিত থাকায় তাদের আঘাত সেভাবে লাগেনি তবে মুহূর্তের এই ঝড় দুর্যোগে তছনছ করে দেয় আশ্রমের সাজানো বাগান থেকে শুরু করে মন্দির প্রাঙ্গনের বিস্তীর্ণ এলাকা। এদিনের এই ঘটনার পরই আতঙ্কিত হয়ে রয়েছেন আশ্রমের পড়ুয়ারা।/)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us