old_সর্বশেষ খবর আচমকা ঝড় বৃষ্টিতে ইলেক্ট্রিক পোল উল্টে বিপত্তি Harmeet 04 Jun 2022 18:32 IST Follow UsNew Updateরাহুল পাসওয়ান, আসানসোল : শনিবার বিকালে আচমকা ঝড় - বৃষ্টিতে ইলেকট্রিক পোল ও গাছ পড়ে বিপত্তি ঘটলো আসানসোলের ৮৩ নম্বর ওয়ার্ডের হোমিওপ্যাথি কলেজ রাস্তার উপরে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি চায়ের দোকান। ইলেকট্রিক পোলটি অনেকদিন ধরেই জং ধরা অবস্থায় পড়েছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা। ঘটনার পরেই বিদ্যুৎ দফতরের কর্মীরা তৎপরতার সঙ্গে মেরামতের কাজ শুরু করেছে।​ rain storm asansol electricity roadblock electicpoll teashop electricengineer Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন