New Update
/anm-bengali/media/post_banners/dhjYJ0X8ukHlGymKLiRX.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুরের এন.আই.টি সিবিআই অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিলেন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শাহানওয়াজ হোসেন। তিনবারের বিধায়ক শাহানওয়াজ হোসেন। শাহানওয়াজ হোসেন জানান, গত ২৮ তারিখ সিবিআই তাকে ফোন করে দেখা করার কথা জানায়। কি কারণে ডাকা হয়েছে সেই সম্পর্কে কিছু বলতে চাননি বিধায়ক শাহানওয়াজ হোসেন। তবে জানা গেছে, ভোট পরবর্তী হিংসার জেরে ফোন কল সম্পর্কিত বিষয়ে ডাকা হয়েছে তৃণমূল নেতাকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us