স্বাধীনতা দিবসের আগে 'তিরঙ্গা সম্মান সমিতি' গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

author-image
Harmeet
New Update
স্বাধীনতা দিবসের আগে 'তিরঙ্গা সম্মান সমিতি' গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৫ অগাস্টের মধ্যে দিল্লিতে ৫০০টি তিরঙ্গা স্থাপন করতে চলেছে আপ সরকার। শনিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 'তিরঙ্গা সম্মান সমিতি' গঠনের ঘোষণা করেছেন। ভারতের পতাকা কোড নিশ্চিত করার জন্য প্রতিটি পতাকার জন্য ৫ সদস্যের কমিটি গঠনের ঘোষণাও করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি রবিবার সকাল ১০টায় ‘তিরঙ্গা সম্মান সমিতি’ লোকজনকে জড়ো করবে এবং জাতীয় সঙ্গীত গাইবে। কমিটিগুলিতে স্বেচ্ছাসেবকরা থাকবে। তাদের সম্পর্কে কেজরি বলেন, "এই স্বেচ্ছাসেবকরা নিশ্চিত করবে যে দিল্লিতে কেউ যাতে ক্ষুধার্ত না ঘুমায়, প্রতিটি শিশু যেন স্কুলে যায়, কোনও অসুস্থ ব্যক্তি চিকিৎসার প্রয়োজনীয়তা থেকে যেন বঞ্চিত না হয়, কোনও ব্যক্তি যেন গৃহহীন না হয়।" তবে এই স্বেচ্ছাসেবকরা আপ, বিজেপি কিংবা কংগ্রেসের হবেন না বলেই জানিয়েছেন কেজরি। তিনি বলেছেন, এই স্বেচ্ছাসেবকরা ভারতের স্বেচ্ছাসেবক হবেন। ১০০০ জন তরুণ স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করে তিরঙ্গা কমিটিকে নিজ বাসভবনে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানানোর ঘোষণাও আগাম করে রেখেছেন মুখ্যমন্ত্রী।