New Update
/anm-bengali/media/post_banners/T1Cmdj5q7OyPaDOEGyKK.jpg)
নিজস্ব প্রতিনিধি - আগামী ২৩ শে জুন ত্রিপুরায় রাজ্য বিধানসভার ৪টি আসনে নির্বাচন হবে, এবং এই উপ- নির্বাচনে প্রার্থী তালিকা দেওয়ার শেষ তারিখ ৬ ই জুন তার আগেই ত্রিপুরার ক্ষমতাসীন দল বিজেপি ৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে।টাউন বড়দোয়ালি থেকে লড়বেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ৬ আগরতলা থেকে ডাঃ অশোক সিনহা। সুরমা থেকে শ্রীমতি স্বপ্না দাসপাল এবং যুবরাজনগর থেকে শ্রীমতি মলিনা দেবনাথ
লড়বেন।সুত্রের খবর অনুযায়ী আগামী ২৬ শে জুন ভোটের ফলাফল ঘোষণার কথা রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us