মাঙ্কি পক্স ভাইরাস সংক্রমণের আশঙ্কায় পাঁচ বছরের শিশুর নমুনা পরীক্ষা করা হল গাজিয়াবাদে

author-image
Harmeet
New Update
মাঙ্কি পক্স ভাইরাস সংক্রমণের আশঙ্কায় পাঁচ বছরের শিশুর নমুনা পরীক্ষা করা হল গাজিয়াবাদে

নিজস্ব সংবাদদাতাঃ মাঙ্কি পক্স ভাইরাস সংক্রমণের আশঙ্কায় উত্তরপ্রদেশের এক পাঁচ বছরের শিশুকন্যার নমুনা পরীক্ষা করা হয়েছে। গাজিয়াবাদের চিফ মেডিকেল অফিসার জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ। ওই শিশুর ত্বকে ফুসকুড়ি জাতীয় রোগের প্রকোপ দেখা দেওয়ায় এই সতর্কতা মূলক পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ওই স্বাস্থ্য আধিকারিক বলেছেন, ‘‘পাঁচ বছরের ওই শিশু বা তার সংস্পর্শে আসা কেউ গত এক মাসের মধ্যে বিদেশ ভ্রমণ করেননি। শিশুটির দেহে অন্য কোনও শারীরিক সমস্যাও নেই।’’ ভারতে এখনও খোঁজ মেলেনি মাঙ্কি পক্সের। কিন্তু সাবধানতায় ফাঁক রাখতে চায় না কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিন্দুমাত্র সন্দেহ হলেই নমুনা পরীক্ষার জন্য রাজ্যগুলোর উদ্দেশে নির্দেশিকা জারি করা হয়েছে চলতি সপ্তাহেই।