নিজস্ব সংবাদদাতাঃ বিদ্যুৎ চলে গেলে মোবাইলের আলো ভরসা হাসপাতালের। এভাবেই রোগীদের পরিষেবা দেন বিহারের সাসারাম জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা। বিদ্যুৎ সরবরাহের অভাবে মোবাইল ফোনের আলো ব্যবহার করেই ডাক্তাররা ইমার্জেন্সি ওয়ার্ডে রোগীদের চিকিৎসা করেন। হাসপাতালের চিকিৎসক ব্রিজেশ কুমার বলেছেন, কিছু সমস্যার কারণে হাসপাতালে প্রায়ই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমাদের প্রতিদিন এমন পরিস্থিতির মোকাবেলা করতে হয়।