জঙ্গলের শাল গাছ কেটে পাচারের ঘটনায় শালবনী থেকে ধৃত ১

author-image
Harmeet
New Update
জঙ্গলের শাল গাছ কেটে পাচারের ঘটনায় শালবনী থেকে ধৃত ১

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের চাঁদড়ার জঙ্গল থেকে শাল গাছ কেটে পাচারের ঘটনায় শালবনী থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম জিতেন মাহাতো। বাড়ি শালবনীর ভীমপুর গ্রাম পঞ্চায়েতের সখীশোল এলাকায়। বেশ কিছুদিন আগে চাঁদড়া জঙ্গল থেকে বহু শালগাছ রাতের অন্ধকারে কেটে পাচার করে দুস্কৃতীরা। গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করে বন দফতর। বাজেয়াপ্ত করা হয় পড়ে থাকা গাছের বাকি অংশগুলো। তারপর তদন্তে নেমে বৃহস্পতিবার ভোরে জিতেন মাহাতোকে গ্রেফতার করে গুড়গুড়িপাল থানার পুলিশ। ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতকে হেফাজতে পেয়ে ওই পাচার কান্ডে আর কে কে যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।