ভোট পরবর্তী হিংসা মামলায় দীর্ঘ পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বেরোলেন অনুব্রত

author-image
Harmeet
New Update
ভোট পরবর্তী হিংসা মামলায় দীর্ঘ পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বেরোলেন অনুব্রত

নিজস্ব সংবাদদাতাঃ ভোট পরবর্তী হিংসা মামলায় দীর্ঘ পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সের পর থেকে বেরোলেন অনুব্রত। ভোট পরবর্তী হিংসা মামলায় এই প্রথম সিবিআইয়ের সামনে হাজিরা দিলেন তিনি। এদিন এই মামলায় সিবিআই তাঁর বয়ান রেকর্ড করে বলে সূত্রের খবর। এখন দেখার, এই ঘটনায় তাঁকে ফের তলব করেন কিনা গোয়েন্দারা। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের ৩টি তলব এড়ানোর পর বৃহস্পতিবার অবশেষে হাজিরা দেন অনুব্রত। ৫ ঘণ্টার জেরা শেষে বিকেল ৫টার কিছু পরে আইনজীবী পরিবেষ্ঠিত হয়ে সিজিও কমপ্লেক্স ছাড়েন অনুব্রত। সোজা চিনার পার্কের বাসভবনের কমপ্লেক্সে পৌঁছান তিনি। শুক্রবার তাঁর পিজিতে ডাক্তার দেখানোর কথা রয়েছে।