নিজস্ব সংবাদদাতাঃ কেকে মারা যাওয়ার পর থেকে যে দুটো দিকে আঙুল উঠছে তা হল গায়ক রূপঙ্কর বাগচির লাইভে এসে ‘কেকে-র বদনাম’ আর নজরুল মঞ্চ কর্তৃপক্ষের অব্যবস্থা। মঙ্গলবার রাত থেকেই এই দুই বিষয় নিয়ে হইচই পড়ে গিয়েছে সব জায়গায়। রূপঙ্করকে কার্যত তুলোধনা করেছে সোশ্যাল মিডিয়া। তবে নিজের বলা কথার সপক্ষে শেষমেশ মুখ খুললেন তিনি। রূপঙ্কর জানালেন, ‘দু:খ লাগছে, কষ্ট হচ্ছে। কেকে অত্যন্ত বড় মাপের শিল্পী ছিলেন। এটা ওঁর মৃত্যুর বয়স নয়। অতীতে অনেক মিউজিশিয়ান ছেড়ে চলে গিয়েছেন। ওর সেই বয়স নয়। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি কেকে-র বিরুদ্ধে কিছু বলতে চাইনি। মানুষ বুঝতে না পারলে সত্যি খারাপ লাগবে। বাংলা গান, বাংলা সাহিত্য নিয়ে বলতে চেয়েছিলাম আমি। চিনিই না মানুষটাকে। ওঁর উপর কেন রাগ থাকবে। আমি ওঁর ভক্ত। আমার বক্তব্য নিয়ে কেউ অন্য কিছু ভেবে থাকলে সেটা তাঁদের ভুল।’